ফরমালিনের অপব্যবহার নিয়ন্ত্রণে করণীয়ঃ

  • গণমাধ্যমে ফরমালিনের ক্ষতিকর প্রভাব জানিয়ে গণসচেতনতা সৃষ্টি করতে হবে;
  • বিভিন্ন শ্লোগান/প্রবাদ: যেমন,
    ফরমালিন কেউ মাছে দিলে
    মরবেন কিন্তু তিলে তিলে;
  • পোষ্টার, লিফলেট তৈরি ও তা বিতরণ
  • স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সম্পৃত্ত করে বিভিন্ন সভা অনুষ্ঠানেরে মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি
  • প্রশিক্ষণ/সেমিনার এর ব্যবস্থা আয়োজন করা
  • ইলেক্ট্রনিক মিডিয়ায় ডকুমেন্টারী ফিল্ম তৈরি, নাটিকা ইত্যাদির মাধ্যমে প্রচারনা
  • বিভাগীয় প্রতিটি প্রশিক্ষণে ফরমালিনের অপব্যবহার ও এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে একটি অধিবেশন সংযোজন করা
  • প্রতিটি জনবহুল এলাকা ও মৎস্য বাজারে বিলবোর্ড স্থাপন করা
  • আইনের মাধ্যমে ফরমালিন অপব্যবহারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।

 
তথ্যসূত্র: DoF

Answer for ফরমালিনের অপব্যবহার রোধে আমরা কি করতে পারি?