ফরমালিনের বৈশিষ্ট্য/ধর্মঃ
ফরম্যালডিহাইড (H-CHO) এক ধরনের কার্বনাইল যৌগ। কার্বনাইল যৌগসমূহকে প্রধানত দুই শ্রেণীতে ভাগ করা যায়, যেমন: অ্যালডিহাইড ও কিটোন। দ্বিযোজী কার্বনাইল (>C=0) মূলকের সাথে ২টি হাইড্রোজেন পরমানু যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন হয় সেটিই ফরমালডিহাইড।

ফরম্যালডিহাইড সাধারণ তাপমাত্রায় একটি গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস তবে এর ৪০% জলীয় দ্রবণের বাণিজ্যিক নাম হলো ফরমালিন। এটি একটি দাহ্য পদার্থ। এটি একটি তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ। এটি কলকারখানায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক পদার্থ।
তথ্যসূত্র: DoF

Answer for ফরমালিনের ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য তথা ধর্ম কি কি?