বরফ ব্যবহারের সুবিধা:

বরফ তাপমাত্রা কমিয়ে এনে মাছের পচন রোধ করে। এছাড়া বরফ ব্যবহারে যে সকল সুবিধা পাওয়া যায় তা হলো-

  1. বরফ গলা পানি মাছের ওপর দিয়ে প্রবাহিত হয় এবং ব্যাকটেরিয়া রক্ত শ্লেমা ইত্যাদি ধৌত করে;
  2. বরফ গলা পানি মাছের উপরিতলকে ভেজা রেখে শুকানো প্রতিরোধ করে এবং চকচকে ভাব সংরক্ষণ করে;
  3. বরফ গলা পানি তাপ আদান-প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে;
  4. ভাল পানি দ্বারা তৈরি বরফ বিষাক্ত নয় এবং নিরাপদ;
  5. বরফ সহজেই এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়;
  6. বরফ ০ ডি. সেঃ তাপমাত্রায় গলে বলে ইহা মাছকে হিমায়িত করে না তবে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রাকে আদর্শ শীতলীকরণ তাপমাত্রার কাছে থাকে;
  7. বরফ তুলনামূলকভাবে সস্তা;
  8. মাছকে যে কোন ধরনের ধারকে স্বল্প সময়ের জন্য সংরক্ষণ করা যায় যদি বক্স না থাকে;
  9. মাছকে যে কোন জায়গায় যে কেহ যেমন- মৎস্যজীবী, পরিবহনকারী, আড়ৎদার, খুচরা বিক্রেতা এমনকি ভোক্তা পর্যন্ত বরফায়িত করতে পারে।

 
তথ্যসূত্র: DoF

Answer for মাছ শীতলীকরণে বরফ ব্যবহারের সুবিধাসমূহ কী কী?