QuestionsCategory: Aquacultureআমার একটি পুকুরের তলদেশ বালিময়, পানিও দ্রুত শুকিয়ে যাচ্ছে, এখন কি করবো?
Anonymous asked 9 years ago
আমার একটি পুকুরের তলদেশ বালিময়, পানিও দ্রুত শুকিয়ে যাচ্ছে, এখন কি করবো?
1 Answers
Anonymous answered 9 years ago

পুকুরের তলদেশ বালিময় হলে পুকুর প্রস্তুতের সময় অগভীর পুকুরের ক্ষেত্রে শুধুমাত্র বালির স্তর তুলে ফেলা যেতে পারে আর গভীর পুকুরের ক্ষেত্রে বালির স্তর তুলে ফেল বা না তুলে ফেলে বাহির থেকে দোঁয়াশ মাটির স্তর দেওয়া যেতে পারে। এর পাশাপাশি বেশি পরিমানে জৈবসার, কম্পোস্ট সার ব্যবহার যেতে পারে। এতে করে পানির ধারণক্ষমতা বাড়বে। এছাড়াও শুষ্ক মৌসুমে সেঁচের মাধ্যমে পানি সরবরাহ করা যেতে পারে।
ছোট আকারের অগভীর পুকুরের ক্ষেত্রে পানি ধারণ ক্ষমতা একেবারেই না থাকলে পুকুরের তলদেশ থেকে একচালা মাটি তুলে ফেলে পলিথিনের শিট বিছিয়ে তার উপর একচালা দোঁয়াশ মাটি দিয়ে পানি ধারণক্ষমতা বাড়ানো যেতে পারে।
 

Answer for আমার একটি পুকুরের তলদেশ বালিময়, পানিও দ্রুত শুকিয়ে যাচ্ছে, এখন কি করবো?