QuestionsCategory: Fisheries Biologyচামড়া (Skin) ও ত্বক (Integument) এর মধ্যে পার্থক্য কী?
admin asked 10 years ago
চামড়া (Skin) ও ত্বক (Integument) এর মধ্যে পার্থক্য কী?
1 Answers
Anonymous answered 10 years ago

ত্বক (Integument) বলতে প্রাণিদেহের সবচেয়ে বাহিরের প্রাকৃতিক আবরণকে বোঝায়। যেমন চামড়া (Skin), খোলক (Shell), ক্যারাপেজ (Carapace), কিউটিকল (Cuticle)  ইত্যাদি। এটি প্রাণিদেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের মধ্যস্থলে অবস্থান করে প্রাণীকে বহিঃপরিবেশের নানাবিধ ক্ষতি থেকে রক্ষা করে থাকে।
অন্যদিকে চামড়া (Skin) বলতে কেবলমাত্র মেরুদণ্ডীদের নরম বহিঃআবরণকে বোঝায় যা এপিডার্মিস ও ডার্মিস নামক প্রধান দুটি কোষীয় স্তর নিয়ে গঠিত।   খোলক (Shell), কিউটিকল (Cuticle)  বা ক্যারাপেজ (Carapace) ইত্যাদি অমেরুদণ্ডী প্রাণীদের বহিঃকঙ্কাল যা শক্ত বহিঃআবরণ। সাধারণত খোলক ক্যালসিয়াম কার্বনেট এবং কিউটিকল (Cuticle) ও ক্যারাপেজ কাইটিন (Chitin) নির্মিত।
তাই বলা হয়ে থাকে সকল চামড়াই ত্বক কিন্তু সকল ত্বকই চামড়া নয়।

Answer for চামড়া (Skin) ও ত্বক (Integument) এর মধ্যে পার্থক্য কী?