নিচের সূত্র ব্যবহার করে সহজেই পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ বর্গ একক
যেমন কোন পুকুরের দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ৮ ফুট হলে এর ক্ষেত্রফল হবে ১২ x ৮ = ৯৬ বর্গফুট।
তবে যদি কোন পুকুরের উভয় পাশের দৈর্ঘ্য অসমান হয়ে থাকে বা উভয় পাশের প্রস্থ অসমান হয়ে থাকে তবে সেক্ষেত্রে উভয় পাশের দৈর্ঘ্যের ও উভয় পাশের প্রস্থের গড় আলাদাভাবে নির্ণয় করার পর নিচের সূত্র ব্যবহার করে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেমন- ক্ষেত্রফল = গড় দৈর্ঘ্য x গড় প্রস্থ বর্গ একক। নিচের চিত্রে উদাহরণসহ ব্যাখ্যা করা হল-

জমি পরিমাপ

Answer for একটি পুকুরের ক্ষেত্রফল কিভাবে সহজে নির্ণয় করা যায়?