• মৎস্য বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকলে আপনিও আমাদের পাঠকের প্রশ্নের উত্তর দিতে পারেন।
  • বিডিফিশের পাঠকের প্রশ্নের উত্তর দিতে আগ্রহী হয়ে থাকলে প্রথমেই আপনাকে আমাদের সাইটের এই পাতা থেকে রেজিস্ট্রেশন করে BdFISH Answer এর প্রাথমিক সদস্য হতে হবে।
  • প্রথমিক সদস্য হওয়ার পর আপনার ফিশারীজ বিষয়ক অভিজ্ঞতা নিশ্চিতকরণের পর আপনাকে ইমেইল করে চুড়ান্ত সদস্যপদ প্রাপ্তির বিষয়টি জানিয়ে দেয়া হবে।
  • এরপর আপনি আপনার user ID ও password ব্যবহার করে আমাদের সাইটে login করে পাঠকের প্রশ্নের উত্তর দিতে পারবেন।
  • আপনি যে বিষয়ে আগ্রহী সেই বিষয়টি খুঁজতে অনুগ্রহ করে সার্চ অপশন ব্যবহার করুন। চাইলে Select a Category অপশনটিও ব্যবহার করতে পারেন।
  • যে প্রশ্নের উত্তর এখনো দেয়া হয়নি সেই প্রশ্নের উত্তর প্রদানকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। উত্তর প্রদান করা হয়নি এমন প্রশ্ন দেখতে Need Answer অপশনটি ব্যবহার করুন।
  • কোন প্রশ্নের উত্তর দিতে Answer this Question অপশনটি ব্যবহার করুন। এই অপশনের উত্তরবক্সে উত্তর লেখার পর সাইটের নিরাপত্তা ক্যাপচা কোডটি পূরণ করে Add Answer বাটন ব্যবহার করে উত্তর প্রদান করুন। জরুরী প্রয়োজনে উত্তর সম্পূর্ণ করা সম্ভব না হলে আপনি Save Draft বাটন ব্যবহার করে আংশিক লেখা উত্তরটি তাৎক্ষণিকভাবে সংরক্ষণও করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে উত্তর সম্পূর্ণ করা সহজ হয়।
  • আপনি যে তথ্যটি প্রকাশ করার ইচ্ছা ব্যক্ত করছেন তা নির্ভুল কিনা তা নিশ্চিত থাকার পরও পুনরায় মিলিয়ে নেয়ার পর সম্পূর্ণ নিশ্চিত হয়ে প্রকাশ করুন। দূর্ঘটনাবশত একটি ভুল তথ্য প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির কারণ হয়ে দেখা দিতে পারে। আর সেকেন্ডারি তথ্য ব্যবহার করলে অবশ্যই তথ্যসূত্র (reference) উল্লেখ করুন।
  • বিডিফিশ মৎস্যবিষয়ক তথ্যসমূহ সহজপ্রাপ্য করার লক্ষে গঠিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সকল সদস্য এর লক্ষ বাস্তবায়নে স্বেচ্ছায় এবং স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে (কোন প্রকার আর্থিক বা অন্য কোন সুবিধাদি প্রাপ্তির প্রত্যাশা না করেই) সকল কাজ করে থাকেন। তাই আমাদের সদস্য হওয়ার পূর্বে বিষয়টি নিশ্চিত হয়ে নিন যে আপনিও স্বেচ্ছায় এবং স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে আমাদের সাথে কাজ করতে আগ্রহী।