ফরমালিন ব্যবহারের ক্ষেত্রসমূহঃ

  • বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল ও গবেষণাগারে মাছসহ বিভিন্ন পঁচনশীল নমুনা সংরক্ষণ ও মানুষের মরদেহ দীর্ঘদিন সংরক্ষণে ফরমালিন ব্যবহার করা হয়;
  • বাণিজ্যিক রাসায়নিক পদার্থ তৈরীতে;
  • কাঠ ও কনষ্ট্রাশন কারখানায়;
  • থার্মোপ্লাষ্টিক রেজিন উৎপাদনে;
  • পোষাক শিল্পে বা আবরন (Apparel) শিল্পে;
  • গাম, প্রাকৃতিক রং, নেইল পালিশ ইত্যাদি তৈরিতে
  • সাবান, লোশন, শ্যাম্পু তৈরিতে;
  • পার্টিক্যাল বোর্ড, প্লাই্উড, ফাইবার বোর্ড , ফ্রেব্রিক ইত্যাদি তৈরিতে;
  • ঔষধ, এন্টিসেপটিক, ডিটারজেন্ট ইত্যাদি তৈরিতে;
  • অনুজীব পরীক্ষাগারে বাতাস জীবাণুমুক্ত করণ এবং পোকামাকড় নিয়ন্ত্রণে;
  • মুরগীর বাচ্চা উৎপাদন খামারে ইনকিউবেটর ফিউমিগেশনের কাজে ;
  • মৎস্য ও চিংড়ি হ্যাচারীতে অনুমোদিত মাত্রায় জীবাণুমুক্ত করণে।

 
তথ্যসূত্র: DoF

Answer for ফরমালিন কি কাজে লাগে?