Questionsপুকুরের পানিতে মুক্ত কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণ কী আর নিয়ন্ত্রণের উপায়ই বা কী?
Anonymous asked 9 years ago
পুকুরের পানিতে মুক্ত কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণ কী আর নিয়ন্ত্রণের উপায়ই বা কী?
1 Answers
Anonymous answered 9 years ago

মাছের বেঁচে থাকার জন্য অক্সিজেন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাছের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য কার্বন ডাই-অক্সাইড অপরিহার্য। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার এটি একটি মৌলিক উপাদান। কার্বন ডাই-অক্সাইড ছাড়া সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না। এরূপ অবস্থায় জলাশয়ের প্রাথমিক উৎপাদন (Primary production) ব্যাহত হয়। পুকুরের তলায় অত্যধিক জৈব পদার্থ ও কাদা থাকলে অধিক তাপমাত্রায় পুকুরে এ গ্যাসের আধিক্য ঘটে। পানিতে ২ নিযুতংশ কার্বন ডাই-অক্সাইড থাকলে মাছের উৎপাদন ভাল হয়। কার্বন ডাই-অক্সাইড গ্যাস পানিতে তাড়াতাড়ি দ্রবীভূত হতে পারে। পানিতে এ গ্যাসটি মুক্ত কার্বন ডাই-অক্সাইড, বাইকার্বোনেট এবং কার্বনেট হিসেবে থাকতে পারে। পানিতে কার্বন ডাই-অক্সাইডের মূল উৎস হলো জৈব পদার্থের পচন এবং পানিতে অবস্থিত জলজ জীবের শ্বাস-প্রশ্বাস।
কার্বন ডাই-অক্সাইডের প্রভাব
পানিতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ হ্রাস পেলে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হ্রাস পায়। এতে মাছের খাদ্য চাহিদা পূরণ হয় না। আবার কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ অত্যধিক বৃদ্ধি পেলে পানির অম্লত্বের মাত্রা বৃদ্ধি পায়। ফলে প্রাথমিকভাবে প্রচুর প্রাকৃতিক খাদ্য তৈরি হলেও মাছের খাদ্য গ্রহণের প্রবণতা ও চাহিদা হ্রাস পায়। মুক্ত কার্বন-ডাই অক্সাইড সাধারণভাবে মাছ ও চিংড়ির জন্যে বিষাক্ত নয়। মাছ ও চিংড়ি কিছু সময়ের জন্য ৫০-৬০ মিগ্রা/লিটার পর্যন্ত কার্বন ডাই-অক্সাইড সহ্য করতে পারে। এ গ্যাসের বিষাক্ততা পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘনত্বের ওপর নির্ভর করে। অক্সিজেনের ঘনত্ব বেশি হলে এর বিষাক্ততা কম হয়। পানিতে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা ১২ মিগ্রা/লিটারের বেশি হওয়া উচিত নয়। পানিতে এর পরিমাণ বেশি হলে মাছ ও চিংড়ি শ্বাস কষ্ট হয়ে থাকে। 
 
কার্বন ডাই-অক্সাইড নিয়ন্ত্রণের উপায়

  • মজুদ ঘনত্ব ও সার প্রয়োগ নিয়ন্ত্রণ এবং পুকুরের গভীরতা কমিয়ে ;
  • নিয়মিত হররা টেনে;
  • পানিতে ১.০ নিযুতাংশ হারে চুন প্রয়োগ করলে প্রায় ১.৫ নিযুতাংশ হারে কার্বন ডাই-অক্সাইড কমে যায়।

তথ্যসূত্র: DoF

Answer for পুকুরের পানিতে মুক্ত কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির কারণ কী আর নিয়ন্ত্রণের উপায়ই বা কী?