1 Answers
কেবলমাত্র কাতলা মাছই নয় যে কোন মাছের ক্ষেত্রেই পুষ্টির তথা খাবারের অভাবে এমনটি হতে পারে।
প্রকৃতিক খাদ্যের পরিমাণ বাড়াতে সার প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি মজুদকৃত মাছের দেহ ওজনের ৩-৫ শতাংশ হারে পুকুরে দৈনিক নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থানে সুষম সম্পুরক খাবার প্রয়োগ করতে হবে।
Answer for আমার পুকুরের কাতলা মাছের মাথা মোটা ও লেজের দিকটা চিকন হয়ে গেছে, এখন কী করবো?