রোগাক্রান্ত মাছ মাছ অস্বাভাবিক সাঁতার কাটে, খাদ্য গ্রহণে অনীহা দেখা যায়, আক্রান্ত মাছের লেজ ও পাখনা খসে পড়ে, মাছের গায়ে লাল দাগ দেখা যায়, মাছের গায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়।
পুকুরের পরিবেশ দূষণের ফলে মাছ দূর্বল হয়ে গেলে পরজীবী জীবাণু দ্ধারা আক্রান্ত হয়ে সাধারণত মাছ রোগাক্রান্ত হয়।
মাছ যাতে রোগে আক্রান্ত না হতে পারে সেজন্য সবসময় পুকুর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, পানির বিভিন্ন ভৌত ও রাসায়নিক গুণাবলী যেমন- অক্সিজেন, পিএইচ ইত্যাদি মাছ চাষের অনুকুলে রাখতে হবে, শীতের শুরুতেই প্রতি শতাংশে ১ কেজি হারে চুন প্রয়োগ করা, মজুদ ঘনত্ব খুব বেশী হলে আংশিক আহরণের মাধ্যমে মাছের ঘনত্ব কমিয়ে ফেলা, সঠিক পরিমাণে সুষম সম্পুরক খাদ্য প্রয়োগ করা। অধিক ঘনত্বে মাছ রাখতে হলে নিয়মানুযায়ী লবণ প্রয়োগ করতে হবে।
1 Answers
Answer for কিভাবে বুঝতে পারবো মাছ রোগাক্রান্ত? এর প্রতিকার কী? প্রতিরোধই বা কী?