QuestionsCategory: Aquacultureএকটি আদর্শ পুকুরের গভীরতা কত?
Anonymous asked 10 years ago
একটি আদর্শ পুকুরের গভীরতা কত?
1 Answers
Best Answer
Anonymous answered 10 years ago

মাছের প্রাকৃতিক খাদ্য প্ল্যাংঙ্কটনের উৎপাদন ও সলোকসংশ্লেষণের জন্য সূর্যালোক অপরিহার্য। পুকুর বেশি গভীর হলে সূর্যালোক নির্দিষ্ট গভীরতা পর্যন্ত পৌঁছতে পারেনা, এতে প্রাকৃতিক খাদ্যের পর্যাপ্ত উৎপাদন হয় না, ফলে মাছের বৃদ্ধি ব্যাহত হয়। পুকুরের গভীরতা কম হলে পানি গরম হতে পারে এবং তলদেশে ক্ষতিকর উদ্ভিদ জন্মাতে পারে। পানির গভীরতা বেশি হলে পুকুরের তলদেশে তাপমাত্রা কম থাকে, অক্সিজেনের অভাব ঘটে এবং তলদেশে ক্ষতিকর গ্যাস সৃষ্টি হয়। এ অবস্থায় দূষণ এড়াতে তলদেশের মাছ ও অন্যান্য প্রাণী পানির উপরিভাগে চলে আসে।
 

  • পুকুরে পানির গভীরতা কমপক্ষে ১.৫ মিটার থেকে ৩ মিটার পর্যন্ত হতে পারে
  • দুই মিটার গভীরতা মাছ চাষের জন্য উত্তম।

তথ্যসূত্র: DoF

Answer for একটি আদর্শ পুকুরের গভীরতা কত?