কোন পুকুরের পানির বর্ণ বাদামী-সবুজ হওয়ার অর্থই হল পুকুরের পানিতে পরিমাণমত উদ্ভিদ ও প্রাণি-প্ল্যাংঙ্কটন আছে। চাষের পুকুরের জন্য এটি ভাল একটি নির্দেশক। তবে বাদামী সবুজের স্তর তৈরি হলে আপাতত সার প্রয়োগ বন্ধ রাখুন। সাময়িকভাবে খাবার প্রয়োগও বন্ধ রাখুন। স্তর চলে গেলে আবার শুরু করুন।
আরও দেখুন এই পাতায়
Answer for আমার পুকুরের পানির রং বাদামীসবুজ হয়েছে, করণীয় কি?