ছোট মাছ চাষের সুবিধাবলী
- অধিকাংশ ছোট মাছই প্রাকৃতিকভাবে বছরে একাধিকবার প্রজনন করে থাকে। তাই কৃত্রিম প্রজনন পদ্ধতির বিশেষ প্রয়োজন পড়ে না।
- ছোট মাছ কম সময়েই বয়ঃপ্রাপ্ত হয়, ফলে বংশবৃদ্ধিতে সুবিধা হয়।
- ছোট মাছ খুব অল্প সময়েই খাওয়া বা বাজারজাতকরণের উপযোগী হয়।
- ছোট মাছ প্রায় সব ধরণের জলাশয়ে চাষ করা যায়, রুই জাতীয় মাছেল সাথে মিশ্রচাষও করা যায়।
- অনেক ছোট মাছ বিশেষ করে জিওল মাছ কম অক্সিজেন ও বেশি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে।
- চাষকালীন সময়ে ছো্ট মাছ অনবরত আহরণ ও মজুদ করা যায়।
- ছোট মাছ বাজারে যেকোন আকারেই বিক্রয়যোগ্য হয়ে থাকে।
- অন্যান্য মাছের তুলনায় ছোট মাছের চাহিদা ও বাজার মূল্য অনেক বেশি।
- এ সকল মাছে কম রোগ হয় ও এরা বিস্তৃত পরিবেশ সহনশীল।
- দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এ সকল মাছের ব্যাপক চাহিদা রয়েছে।
- কোন কোন ছোট মাছের (কৈ, শিং ও মাগুর) বাণিজ্যিকভাবে ব্যাপক চাষ সম্ভাবনা রয়েছে।
- ছোট মাছ ওজনের অনুপাতে সংখ্যায় বেশি হয় বলে পরিবারের সদস্যদের মাঝে বন্টনে সুবিধা হয়।
- ছোট মাছ চাষ করে দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।
তথ্যসূত্র: DoF, Bangladesh
Answer for ছোট মাছ চাষের সুবিধা কী?