অামি মৎস্য হ্যচারি ব্যবসা করতে চাই । প্রাথমিকভাবে তেলাপিয়া ও কার্প জাতীয় রেনু উৎপাদন করতে চাই ।এক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা কিভাবে পেতে পারি ?অর্থনৈতিক বাজেট কেমন হওয়া প্রয়োজন ?অাইনগতভাবে কোন লাইসেন্সের দরকার অাছে কিনা ?সর্বোপরি, হ্যচারি ব্যবসা শুরু করতে চাইলে কিভাবে শুরু করা উচিত ?
অামি মৎস্য হ্যচারি দিতে চাই । প্রয়োজনীয় দিক নির্দেশনা কি কি ?