তেলাপিয়া উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকারের খাবারই খেয়ে থাকে। প্রাণী উৎস্য থেকে প্রাপ্ত খাদ্য উপাদানের দাম বেশী হওয়ায় তা ব্যবহার করে মাছচাষ করা ব্যয়বহুল। তবে উদ্ভিদজাত উপাদান এবং জীবন্ত উদ্ভিদ ব্যবহার করেও তেলাপিয়া চাষ করা যায় যা কম ব্যয়বহুল বা সাশ্রয়ী। যেমন ডাকউইড ব্যবহার করে তেলাপিয়া, রাজপুটি ইত্যাদি চাষ করা সম্ভম যা লাভজনকও বটে।

Answer for আলাদা খাবার ছাড়া শুধুমাত্র প্রাকৃতিক খাবার দিয়ে তেলাপিয়া চা করা সম্ভব ?