পুকুরে গ্যাস হলে কি করা দরকার? আমার পুকুরের মাছ গুলো সারাদিন ভেসে থাকে। আজকে কিছু মাছ মরেছে।
পুকুরে গ্যাস হলে কী করা দরকার?
1 Answers
পুকুরে হররা টেনে সহজেই গ্যাস দূর করা যায়।
পুকুরে অক্সিজেনের স্বল্পতা হলেও মাছ ভেসে থাকে, খাবি খায় ও মারা যায়। তাই অক্সিজেন বাড়াতে পানিকে আলোড়নের ব্যবস্থা করতে হবে। যেমন – সাঁতার কাটা, বাঁশ দিয়ে পেটানো, পাম্প মেশিনের সাহায্য পুকুরের পানি পাম্প করে আবার পুকুরেই ফেলা ইত্যাদির মাধ্যমে অক্সিজেন বাড়ানো যায়। আবার অক্সিজেন বাড়ানোর জন্য বাজারে বিভিন্ন ধরণের ক্যমিকেল পাওয়া যায় যা দ্রুত কাজ করে। সেগুলোও ব্যবহার করতে পারেন।
Answer for পুকুরে গ্যাস হলে কী করা দরকার?