আমার একটি ১২ শতক জমি আছে যায় চারদিকে খুব ভালো ভাবে পার বাধা, পশ্চিম ও উত্তর পাশে রাস্তা ও সামান্য বাসঝার এবং দক্ষিণ ও পুর্ব পাশে আমার বাড়ির অংশ যেদিকের পারে কিছু আম ও মেহগনী গাছ আছে। জমির অর্ধেক অংশে প্রায় দৈনিক ৫ ঘন্টা সুর্যের আলো পরে, জমির গভীরতা ৫ ফিট। আমি এই পুকুরে উন্নত জাতের দেশি মাগুর ও শিং মাছ চাষ করতে চাচ্ছি, বর্তমান মাঝখানে ১ শতক যায়গায় হাটু পরিমাণ পানি আছে, এছাড়া সমস্ত পুকুরটি শুকনো। আজ পুকুরটি পরিষ্কার ও লাঙল দিয়ে চাষ করলাম, এখন চুন বা জিওলাইট ও সার পানি দিয়ে দিবো না আগে দিবো, পরিমাণ কতটুকু ও কিভাবে দিবো? মাছ কতদিন পর দিবো?শতাংশে কতটি মাগুর ও শিং দিবো? খাবার কি ও কিভাবে দিবো?ইত্যাদি বিস্তারিত একটু দ্রুত জানালে খুব উপকৃত হবো।
মাগুর ও শিং চাষের বিস্তারিত জানতে চাই।