আপনার তেলাপিয়ার লক্ষণ হিসেবে যদি ক. পাখনা খুবই জীর্ন, খ.ত্বকের বিভিন্ন স্থানে অনিয়মিতভাবে ধূসর অথবা সাদা ছোপ, গ.ফুলকায় পচনধর্মী ক্ষত ইত্যাদি দেখতে পাওয়া যায় তাহলে আক্রান্ত তেলাপিয় কলামনারিস (Columnaris) নামে রোগে আক্রান্ত হয়েছে যার জন্য দায়ী হচ্ছে Flavobacterium columnare নামক ব্যাকটেরিয়া।
প্রতিকার:

  • শতাংশ প্রতি ৩ থেকে ৪ গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ও ৪০০-৫০০ গ্রাম লবন প্রয়োজনীয় পরিমাণ পানির সাথে মিশিয়ে পুকুরের সকল স্থানে

প্রয়োগ করতে হবে।     

  • আক্রান্ত মাছগুলোকে আলাদা করে ১-২ মিলিগ্রাম/লিটার অনুপাতে প্রস্তুতকৃত তুঁতে বা কপার সালফেটের এর দ্রবনে গোসল করাতে হবে।
Answer for চাষের তেলাপিয়া মাছের গায়ে সাদা দাগ দেখা দিয়েছে, করণীয় কী?