আপনি নানাভাবে বর্ণিত বাগানবাড়িটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারেন যেমন-

  • মাছচাষ ও কৃষিকাজ করে
  • পর্যটনকেন্দ্র/পার্ক/পিকনিক স্পট ইত্যাদি তৈরির মাধ্যমে
  • হোটেল/রিসোর্ট ইত্যাদি হিসেবে ভাড়া প্রদানের মাধ্যমে
Answer for আমার বাবার ৮টি পুকুর সম্বলিত একটা শখের বাগানবাড়ি আছে। আমি কিভাবে এটাকে ব্যবসায় রূপান্তরিত করতে পারি?