BdFISH Feature এবং BdFISH Bangla এই দুটি সাইটে যেসব বই এর পরিচিতি রয়েছে সেবস বই এর প্রায় শতভাগেরই সফটকপি পাওয়া যায় বলে আমার জানা নেই। যে দু-একটি বই এর সফটকপি পাওয়া যায় সেগুলো সংশ্লিস্ট বই পরিচিতি পাতাতেই রয়েছে। আর যেসব বই এর সফটকপি আমাদের সংগ্রহে রয়েছে তাদের পরিচিত পাবেন আমাদের BdFISH Document নামক সাইটে। আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টটি এই সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন সহজেই।
Answer for এই ওয়েবসাইটে যে বইগুলো আছে সেগুলোর সফট কপি কোথায় পেতে পারি?