অধীক ঘনত্বে রেণু পোনা পালনের সফলে মাছের স্থানের স্বল্পতা দেখা দেয়। দেখা দেয় পুষ্টির অভাবজনিত নানাবিধ লক্ষণ। সর্বোপরি মাছের বৃদ্ধি কমে যায় এমনকি মাছ মারাও যেতে পারে। যার ফলে উৎপাদন কমে যায়।
এ অবস্থায় পুকুরে সেচ দিয়ে পানির পরিমাণ বাড়ানো যেতে পারে। অন্য পুকুরে পোনা আংশিক স্থানান্তর করা যেতে পারে। মাছের সম্পূরক সুষম খাবারের সাথে ভিটামিক্স বা ভিটামিন প্রিমিক্স মিশিয়ে দিনে দুইবার খাওয়ানো যেতে পারে।  সার হিসেবে প্রতি শতকে গোবর – ৫ কেজি, ইউরিয়া ১০০ গ্রাম, টিএসপি ৫০ গ্রাম প্রয়োগ করা যেতে পারে। স্থানীয় মৎস্য কর্মকর্তার নিকট থেকে পরামর্শ নেয়া যেতে পারে।
 
তথ্যসূত্র:

  • কৃষি তথ্য সার্ভিস (এআইএস)
Answer for অধীক ঘনত্বে রেণু পোনা প্রতিপালনে কী সমস্যা দেখা দিতে পারে?