বাংলাদেশে যেসব স্থান মৎস্য পোনা উৎপাদনে এগিয়ে আছে যেমন- ময়মনসিংহ, যশোর ইত্যাদি এলাকার মৎস্য হ্যাচারিতে খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে পোনা সংগ্রহণ করুন। প্রতিবেশী বিশ্বস্ত চাষীরা এবিষয়ে আপনাকে প্রয়োজনীয় তথ্য দিতে পারবে। এছাড়াও নিকটস্থ মৎস্য অফিসে যোগাযোগ করে এবিষয়ে তথ্য সংগ্রহ করুন।
Answer for উন্নত গিফট তেলাপিয়া পোনা কোথায় পাওয়া যায় ?