অনেক সরীসৃপ, পাখী ও স্তন্যপায়ীতে এপিডার্মাল আঁইশ বা পরিবর্তিত এপিডার্মাল আঁইশ দেখতে পাওয়া যায়। যেমন- সাপে এপিডার্মাল আঁইশ পাওয়া যায়। সাপ, কচ্ছপ, কুমির ও কোন কোন সরীসৃপে এপিডার্মাল আঁইশের পাশাপাশি পরিবর্তিত এপিডার্মাল আঁইশ যেমন- স্কিউট, ক্রেস্ট, শিল্ড, স্পাইন, চঞ্চু, ব্যাটল ইত্যাদি দেখতে পাওয়া যায়। বেশীরভাগ পাখির পায়ে এপিডার্মাল আঁইশ দেখতে পাওয়া যায়। ব্যতিক্রম হলেও বনরুই (এন্টইটার) দের দেহে এপিডার্মাল আঁইশ দেখতে পাওয়া যায়।
অন্যদিকে মাছ এবং কোন কোন উভচের যে আঁইশ পাওয়া যায় তা ডার্মাল আঁইশ।
এছাড়াও কচ্ছপে এপিডার্মাল ও ডার্মাল আঁইশ সম্মিলিতভাবে ক্যারাপেজ ও প্লাসট্রোন গঠিত হয়।

Answer for এপিডার্মাল আইশ কোন প্রানীর ক্ষেত্রে পাওয়া যায়?