যেখানে দুই-তিন মাস পানি থাকে সেখানেই মাছ চাষ করা যায়। পানির গুণাগুণ মাছচাষের উপযোগী হলে যে কোন পানিতেই মাছ চাষ করা সম্ভব। পানির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের দরকার হতে পারে। এমন জলাধারে সহজেই তেলাপিয়া, থাই সরপুটি ইত্যাদি চাষ করা যায়। জলজ উদ্ভিদ যেমন ক্ষুদিপানা, শেওলা ইত্যাদির উপস্থিতি মাছচাষকে সহজ করে দেয়।
Answer for চরের ভিতরে কি মাছ চাষ করতে পারবো এবং কি মাছ চাষ করতে পারবো? এখানে সব সমায় পানি থাকে