চাপিলা মাছের শ্রেণীবিন্যাস (Classification)
                     Phylum – Chordata
                          Class- Osteichthyes
                              Order- Clupeiformes
                                    Family- Clupeidae
                                        Genus- Gudusia
                                               Species- G. chapra
 
স্থানীয় নাম: চাপিলা
ইংরেজী নাম: Herring
 
বাহ্যিক বৈশিষ্ট্য
চাপিলা উজ্জ্বল রূপালি বর্ণের মাছ। শরীর চেপ্টা, উপরের অংশের তুলনায় নীচের অংশ বেশী বাঁকানো। ঘাড়ের কাছে একটি কালো দাগ আছে। এ মাছ ২০ সেমি. পর্যন্ত লম্বা হয়ে থাকে। একক ও মিশ্র পদ্ধতিতে এ মাছ চাষ করা যেতে পারে।
 
আবাসস্থল
এ দেশের নদী-নালা, খাল-বিল বর্ষায় প্লাবিত ভূমিতে এদের পাওয়া যায়।
 
খাদ্য ও খাদ্যাভ্যাস
ছোট অবস্থায় পোকা-মাকড়, ও শেওলা খেতে ভালবাসে। প্রাপ্ত বয়সে ফাইটোপ্লাংকটন ও প্রোটোজোয়া খেয়ে থাকে। অবস্থায় চাষ পুকুরে সম্পুরক খাদ্য হিসাবে সরিষার খৈল, চাউলের কুঁড়া, গমের ভূঁষি, ফিশ মিল ইত্যাদি খায়।
 
পরিপক্কতা ও প্রজনন
প্রজনন কাল এপ্রিল-আগষ্ট মাস পর্যন্ত এবং বছরে দু’বার প্রজনন করে। ডিম ধারণ ক্ষমতা ২৫,২০০ থেকে ১৫,৪৫০০টি।
 
তথ্যসূত্র: DoF, Bangladesh

Answer for চাপিলা মাছের আবাসস্থল, খ্যাদ্যাভ্যাস ও প্রজনন বিষয়ে যদি জানাতেন