ছোট মাছ চাষে নান্নু মিয়ার সফলতা
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ক্যাম্পতলী গ্রামের নিভৃত পল্লীতে বসবাস নান্নু মিয়ার। যার পুরো নাম মোঃ অহিদুজ্জামান ভূঞা। পেশা ছিল ঠিকাদারী ও ইটের ব্যবসা। কিন্তু সেখানে তিনি পাননি আশানুরুপ সফলতা। ঘটনা প্রবাহ ১৯৯৫ খ্রিঃ। বিএডিসিতে কর্মরত নিকটাত্মীয় বেড়াতে এসে নিচু ধানী জমি দেখে সেখানে ধানক্ষেতে মাছ চাষের ব্যাপারে নাড়া দেয়। তারপর সাথে সাথে ছুটে যান উপজেলা মৎস্য দপ্তরে। তাঁদের সংশ্লিষ্টতায় গড়ে তোলেন ৫ একর আয়তনের ধানী জমিতে স্বল্প খরচে শুধুমাত্র পাড় উচু করে ৩ টি পুকুর। শুরু করেন সেখানে কার্পের মিশ্র চাষ। দিন যায়, বাড়ে উৎসাহ ও উদ্দীপনা। ১৯৯৭ সাল, উৎপাদন হয় কার্প ও পাঙ্গাস মিশ্রচাষে ১১ মেঃটন/একর। তারপর হঠাৎ তাঁর সামনে একদিন হাজির হন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সচিব ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। তাঁদের নিবিড় সাহচর্যে ও অনুপ্রেরণায় মাছ চাষের উদ্দীপনা বেড়ে যায় কয়েক গুণ। নির্বাচিত হন কুমিল্লা জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী, সঙ্গে জেলা মৎস্য দপ্তর কর্তৃক প্রদানকৃত মৎস্য পক্ষের শ্রেষ্ঠ মৎস্যচাষি পুরস্কার। জাতীয় পর্যায়েও তিনি পুরুষ্কার লাভ করেন দু’বার। পেছনে ফেরার আর অবকাশ নেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাছের উৎপাদন বাড়তে থাকে ক্রমান্বয়ে। নতুন নতুন তথ্য প্রযুক্তি ও বাস্তবতা উপলব্ধি এবং বেশি লাভের আশায় ২০০৩ সালে শুরু করেন কৈ, এরপর শিং এবং তারপর মাগুর চাষ। বর্তমানে যার ২০ একরে কৈ, শিং ও মাগুরের চাষাবাদ এবং ২০০৭ সালে স্বল্প পরিসরে পোনা উৎপাদন। ২০০৮ সাল, এখন তিনি কৈ, শিং, মাগুরের প্রজনন, পোনা প্রতিপালন ও চাষের জন্য সুপ্রতিষ্ঠিত। তাঁর তথ্য মতে, ২০০৭ সালে ১৫ একরে ১২০ দিনে কৈ এর উৎপাদন ৪৫ মেঃ টন, শিং ৮ মেঃটন এবং অন্যান্য কার্প মাছ ১০ মেঃ টন। যার সর্বমোট বিক্রয় মূল্য প্রায় ১ কোটি টাকা; যার মধ্যে খরচ হয় মাত্র ৪০ লক্ষ টাকা। নান্নু মিয়া এখন এলাকার গর্ব। তাঁর দেখা-দেখি ও পরামর্শে গড়ে উঠেছে ছোট মাছের অনেক ছোট-বড় মৎস্য খামার। কথাগুলো বলতে গিয়ে নান্নু মিয়া শ্রদ্ধাভরে স্মরণ করেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান। তাঁর উৎসাহ উদ্দীপনা ও উৎপাদন সফলতার কাহিনী বরুড়ার গন্ডি পেরিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাবে এ হউক আমাদের সকলের প্রত্যাশা। গড়ে উঠুক শত শত সফল ছোট মাছ চাষি; পূরণ হউক পুষ্টির নিশ্চয়তাসহ অর্থনৈতিক সফলতা।
তথ্যসূত্র: DoF, Bangladesh
Answer for ছোট মাছ চাষ করে কেউ কি সফল হতে পেরেছে?