জীববৈচিত্র্য হ্রাসের কারণ

  • জনসংখ্যা বৃদ্ধির ফলে মাছের অধিক আহরণ
  • অপরিকল্পিতভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্লুইচ গেইট, রাস্তা ও কালভার্ট নির্মাণ
  • কৃষিক্ষেত্রে মাত্রাতিরিক্ত ও নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার
  • মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্র এবং আবাসস্থল ধ্বংস/ হ্রা্স
  • প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ নিধন
  • কল-কারখানার বর্জ্যের মাধ্যমে পানি দূষণ
  • নদী ও অন্যান্য মুক্ত জলাশয়ে পলি জমাট
  • খাল-বিল ভরাট করে জনপদ গড়ে উঠা
  • জলাভূমিকে কৃষি জমিতে রূপান্তর
  • প্লাবনভূমির ইকোসিস্টেম পরিবর্তন
  • পানি শুকিয়ে বা সেচে মাছ আহরণ
  • কৃষি জমিতে অতিমাত্রায় সেচ
  • বিষ প্রয়োগের মাধ্যমে কাঙ্খিত চাষ ব্যবস্থাপনায় রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ দূরীকরণ
  • কারেন্ট জালসহ অন্যান্য অননুমোদিত জাল ও ফাঁদের ব্যবহার
  • মাছের রোগ
  • বিদেশী প্রজাতির মাছের প্রভাব
  • আবহাওয়া পরিবর্তনের ফলে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পশ্চিমাংশে পানির অভার

 
তথ্যসূত্র: DoF, Bangladesh

Answer for জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো কী কী?