পাবদা মাছের শ্রেণীবিন্যাস (Classification)
                    Phylum – Chordata
                           Class- Osteichthyes
                              Order- Cypriniformes
                                    Family- Siluridae
                                          Genus- Ompok
                                                Species- O. pabda
 
স্থানীয় নাম: পাবদা
ইংরেজী নাম: Butter catfish
 
বাহ্যিক বৈশিষ্ট্য
পাবদা মাছের দেহ আঁইশ বিহীন। মাছটি আকারে চেপ্টা এবং সামনের দিক থেকে পিছনের দিক সরু। দেহের উপরিভাগ ধূসর রূপালি ও পেটের দিক সাদা বর্ণের। মুখ বেশ বড় ও বাঁকানো। মুখে ২ জোড়া গোঁফ আছে। নীচের চোয়াল উপরের চোয়ালের চেয়ে বেশ বড় এবং চোয়ালে দাঁত আছে। পৃষ্ঠ পাখনা ছোট, পায়ু পাখনা বেশ লম্বা, লেজ দু’ভাগে বিভক্ত। শিরদাঁড়া রেখার উপরিভাগে হলুদাভ ডোরা দাগ দেখা যায়। কানকোর পিছনে কালো স্পষ্ট ফোঁটা আছে। এ মাছের দৈর্ঘ্য ১৫-২৫ সেমি. হয়ে থাকে। মে-জুলাই এ মাছের প্রজনন কাল। ডিম ধারণ ক্ষমতা ১১,০০০ থেকে ২০,০০০টি। পাবদা পোকা-মাকড় ও শেওলা খায়। স্ত্রী মাছ পুরুষ মাছের চেয়ে আকারে বড় হয়।একক বা মিশ্র পদ্ধতিতে এ মাছ চাষ করা যায়।
 
আবাসস্থল
বাংলাদেশের সর্বত্র নদী-নালা, খাল-বিল, হাওর-বাঁওড়, বর্ষায় প্লাবিত ভূমিতে এদের পাওয়া যায়।
 
খাদ্য ও খাদ্যাভ্যাস
পাবদা মাছ জীবন চক্রের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরণের খাদ্য খেয়ে থাকে। যেমন-

  • রেণু পর্যায়ঃ জু-প্ল্যাঙ্কটন ও প্রোটোজোয়া খেয়ে থাকে।
  • জুভেনাইল পর্যায়ঃ জুপ্ল্যাঙ্কটন ও ক্ষুদ্র জলজ পোকা।
  • বয়োপ্রাপ্ত অবস্থায়ঃ ক্ষুদ্র চিংড়ি, কেচোঁ, বড় জলজ উদ্ভিদের অংশ বিশেষ, ডেট্রিটাস, ইত্যাদি।
  • চাষ পুকুরে সম্পুরক খাদ্য হিসাবে সরিষার খৈল ও ফিশ মিল দেয়া যায়।

 
পরিপক্কতা ও প্রজনন
পাবদা মাছ প্রথম বছরেই পরিপক্কতা লাভ করে এবং বছরে একবার প্রজনন করে থাকে।এ মাছের প্রজনন মৌসুম হলো মে থেকে আগষ্ট। তবে জুন এবং জুলাই মাসে সর্বোচচ প্রজনন হয়ে থাকে। প্রাকৃতিক ভাবে পাবদা মাছ সাধারণত হাওর, বিল ও বন্যা প্লাবিত জলাশয়ে প্রজনন করে থাকে। বর্তমানে প্রণোদিত প্রজননের মাধ্যমেও পোনা উৎপাদিত হচ্ছে। পরিপক্ক ডিমগুলো সবুজ থেকে তামাটে বর্ণের হয়ে থাকেএকটি ৪০-১০০ গ্রাম ওজনের পাবদা মাছের ডিম ধারণ ক্ষমতা ৩২৬০ থেকে ৩১২৮০টি।
 
তথ্যসূত্র: DoF, Bangladesh

Answer for পাবদা মাছের পরিপক্কতা ও প্রজননের সমকাল ও পদ্ধতি জানতে আগ্রহী