কেবলমাত্র পানি পর্যবেক্ষণ করেই পুকুরে মাছের খাদ্য সম্পর্কে একটা ধারনা পাওয়া সম্ভব। যেমন-

  • পানির বর্ণ দেখে খুব সহজেই পুকুরের পানিতে মাছের প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি সম্পর্কে জানা যায় যেমন পানি সবুজ হলে যথেষ্ট পরিমাণ ফাইটোপ্লাঙ্কটন আছে বলে নিশ্চিত হওয়া যায়।
  • হাত কনুই পর্যন্ত ডুবিয়ে যদি পানির মধ্যে দিয়ে হাতের তালু পরিষ্কার দেখা যায় তাহলে পুকুরে মাছের খাবার খুবই কম আছে।
  • সেক্কি ডিস্ক ব্যবহার করে যদি এর পাঠ ৪০ সেমির কম পাওয়া যায় তাহলে যথেষ্ঠ খাবার আছে আর যদি ৪০ এর উপরে পাওয়া যায় তাহলে কম খাবার আছে ধরে নেয়া যায়।
  • একটি পরিষ্কার গ্লাসে পুকুরে পানি নিয়ে সূর্যের বিপরীতে ধরে পর্যবেক্ষণ করলে যদি ক্ষুদ্রাতিক্ষদ্র জীব পর্যাপ্ত পরিমাণে দেখতে পাওয়া যায় তবে ধরে নেয়া যায় পুকুরে পর্যাপ্ত মাছের খাবার আছে।

 
তথ্যসূত্র:

  • কৃষি তথ্য সার্ভিস (এআইএস)
Answer for পুকুরের পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য কতটুকু আছে তা কিভাবে নির্ণয় করা যায়?