নিম্নরূপে মাছ চাষের পুকুরে খাদ্য প্রয়োগ করা যেতে পারে-

  • সমস্ত পুকুরে সমান ভাবে ছিটিয়ে প্রয়োগ করা;
  • নির্ধারিত স্থানে প্রয়োগ করা;
  • খাদ্যদানীতে প্রয়োগ করা। খাদ্যদানীর সংখ্যা পুকুরে মজুদকৃত মাছের সংখ্যা ও আকারের ওপর ভিত্তি করে ঠিক করতে হবে;
  • খাবার একটি ছিদ্র যুক্ত ব্যাগে ভরে পানিতে ঝুলিয়ে দেয়া।

 
তথ্যসূত্র: DoF

Answer for পুকুরে খাদ্য প্রয়োগ করার পদ্ধতিগুলো কী কী?