সমগ্র প্রাণীদের প্রথমেই দুটি বিভাগে অন্তর্ভূক্ত করা হয়। যথা- মূল্যায়িত এবং অমূল্যায়িত বা মূল্যায়িত নয়। মূল্যায়িত বিভাগটি আবার দুটি বিভাগে বিভক্ত। যথা- পর্যাপ্ত-তথ্য আছে এবং অপ্রতুল-তথ্য। পর্যাপ্ত তথ্য বিভাগটি আবার প্রধান তিনটি বিভাগে বিভক্ত। যথা- বিলুপ্ত, বিপদগ্রস্ত ও নিম্ন ঝুঁকিপূর্ণ। বিলুপ্ত বিভাগটি আবার দুটি বিভাগে বিভক্ত। যথা- Extinct (EX) ও Extinct in the wild (EW) বন্য পরিবেশে বিলুপ্ত। অন্যদিকে বিপদগ্রস্ত বিভাগটি তিনটি বিভাগে বিভক্ত। যথা- মহাবিপন্ন, বিপন্ন ও সংকটাপন্ন। Lower Risk নিম্ন ঝুঁকিপূর্ণ বিভাগটি আবার দুটি বিভাগে বিভক্ত। যথা- প্রায়-বিপদগ্রস্ত ও ন্যূনতম বিপদগ্রস্ত। নিচের ছকে বিভাগগুলো দেখানো হল-
Evaluated মূল্যায়িত | |||
Adequate Data পর্যাপ্ত-তথ্য | |||
Extinct বিলুপ্ত | |||
Extinct (EX) বিলুপ্ত | |||
Extinct in the wild (EW) বন্য পরিবেশে বিলুপ্ত | |||
Threatened বিপদগ্রস্ত | |||
Critically Endangered (CR) মহাবিপন্ন | |||
Endangered (EN) বিপন্ন | |||
Vulnerable (VU) সংকটাপন্ন | |||
Lower Risk নিম্ন ঝুঁকিপূর্ণ | |||
Near Threatened (NT) প্রায়-বিপদগ্রস্ত | |||
Least Concern (LC) ন্যূনতম বিপদগ্রস্ত | |||
Data Deficient (DD) অপ্রতুল-তথ্য | |||
Not Evaluated (NE) মূল্যায়িত নয় |
এখানে-
- বিলুপ্ত (Extinct, EX): জানামতে আর কোন সদস্য বেঁচে নেই।
- বন্য পরিবেশে বিলুপ্ত (Extinct in the Wild, EW): বন্য পরিবেশে এদের আর কোন সদস্য নেই। হয় কোন আবদ্ধ পরিবেশে অথবা তাদের মূল আবাসস্থল থেকে অন্য কোথাও এসব প্রজাতির শেষ বংশধরেরা অবস্থান করছে।
- মহাবিপন্ন (Critically Endangered, CR): প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সর্বোচ্চ ও স্পষ্ট সম্ভাবনা রয়েছে।
- বিপন্ন (Endangered, EN): প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
- সংকটাপন্ন (Vulnerable, VU): প্রকৃতিতে বিপন্ন হয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
- প্রায়-বিপদগ্রস্ত (Near Threatened, NT): নিকট ভবিষ্যতে বিপদগ্রস্ত হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
- ন্যূনতম বিপদগ্রস্ত (Least Concern, LT): সবচেয়ে কম বিপদগ্রস্ত; সহজেই দেখা যায় ও ব্যাপকভাবে বিস্তৃত প্রজাতিগুলো এ বিভাগের অন্তর্গত।
- অপ্রতুল-তথ্য (Data Deficient, DD): কোন বিভাগে পড়বে তা মূল্যায়ন করার মত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নেই।
- মূল্যায়িত নয় (Not Evaluated, NE): আইইউসিএন কর্তৃক এখনও মূল্যায়িত হয়নি।
তথ্যসূত্র: iucnredlist.org
Answer for প্রাণীর সংরক্ষণ অবস্থা বোঝাতে প্রাণীদের যে বিভিন্ন বিভাগে অন্তর্ভূক্ত করা হয় সেগুলো কি কি?