সমগ্র প্রাণীদের প্রথমেই দুটি বিভাগে অন্তর্ভূক্ত করা হয়। যথা- মূল্যায়িত এবং অমূল্যায়িত বা মূল্যায়িত নয়। মূল্যায়িত বিভাগটি আবার দুটি বিভাগে বিভক্ত। যথা- পর্যাপ্ত-তথ্য আছে এবং অপ্রতুল-তথ্য। পর্যাপ্ত তথ্য বিভাগটি আবার প্রধান তিনটি বিভাগে বিভক্ত। যথা- বিলুপ্ত, বিপদগ্রস্ত ও নিম্ন ঝুঁকিপূর্ণ। বিলুপ্ত বিভাগটি আবার দুটি বিভাগে বিভক্ত। যথা- Extinct (EX) ও Extinct in the wild (EW) বন্য পরিবেশে বিলুপ্ত। অন্যদিকে বিপদগ্রস্ত বিভাগটি তিনটি বিভাগে বিভক্ত। যথা- মহাবিপন্ন, বিপন্ন ও সংকটাপন্ন। Lower Risk নিম্ন ঝুঁকিপূর্ণ বিভাগটি আবার দুটি বিভাগে বিভক্ত। যথা- প্রায়-বিপদগ্রস্ত ও ন্যূনতম বিপদগ্রস্ত। নিচের ছকে বিভাগগুলো দেখানো হল-

Evaluated মূল্যায়িত
Adequate Data পর্যাপ্ত-তথ্য
Extinct বিলুপ্ত
Extinct (EX) বিলুপ্ত
Extinct in the wild (EW) বন্য পরিবেশে বিলুপ্ত
Threatened বিপদগ্রস্ত
Critically Endangered (CR) মহাবিপন্ন
Endangered (EN) বিপন্ন
Vulnerable (VU) সংকটাপন্ন
Lower Risk নিম্ন ঝুঁকিপূর্ণ
Near Threatened (NT) প্রায়-বিপদগ্রস্ত
Least Concern (LC) ন্যূনতম বিপদগ্রস্ত
Data Deficient (DD) অপ্রতুল-তথ্য
Not Evaluated (NE) মূল্যায়িত নয়

এখানে-

  • বিলুপ্ত (Extinct, EX): জানামতে আর কোন সদস্য বেঁচে নেই।
  • বন্য পরিবেশে বিলুপ্ত (Extinct in the Wild, EW): বন্য পরিবেশে এদের আর কোন সদস্য নেই। হয় কোন আবদ্ধ পরিবেশে অথবা তাদের মূল আবাসস্থল থেকে অন্য কোথাও এসব প্রজাতির শেষ বংশধরেরা অবস্থান করছে।
  • মহাবিপন্ন (Critically Endangered, CR): প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সর্বোচ্চ ও স্পষ্ট সম্ভাবনা রয়েছে।
  • বিপন্ন (Endangered, EN): প্রকৃতিতে বিলুপ্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
  • সংকটাপন্ন (Vulnerable, VU): প্রকৃতিতে বিপন্ন হয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
  • প্রায়-বিপদগ্রস্ত (Near Threatened, NT): নিকট ভবিষ্যতে বিপদগ্রস্ত হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
  • ন্যূনতম বিপদগ্রস্ত (Least Concern, LT): সবচেয়ে কম বিপদগ্রস্ত; সহজেই দেখা যায় ও ব্যাপকভাবে বিস্তৃত প্রজাতিগুলো এ বিভাগের অন্তর্গত।
  • অপ্রতুল-তথ্য (Data Deficient, DD): কোন বিভাগে পড়বে তা মূল্যায়ন করার মত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নেই।
  • মূল্যায়িত নয় (Not Evaluated, NE): আইইউসিএন কর্তৃক এখনও মূল্যায়িত হয়নি।

 

তথ্যসূত্র: iucnredlist.org

Answer for প্রাণীর সংরক্ষণ অবস্থা বোঝাতে প্রাণীদের যে বিভিন্ন বিভাগে অন্তর্ভূক্ত করা হয় সেগুলো কি কি?