বাটা মাছের শ্রেণীবিন্যাস (Classification)
                     Phylum – Chordata
                          Class- Osteichthyes
                              Order- Cypriniformes
                                    Family- Cyprinidae
                                          Genus-   Labeo
                                               Species- L. bata
 
স্থানীয় নাম: বাটা
ইংরেজী নাম: carp
 
বাহ্যিক বৈশিষ্ট্য
বাটা রুই জাতীয় মাছের শ্রেণী ভুক্ত মাঝারি আকারের ছোট মাছ। দেহের উপরিভাগ কিছুটা ধূসর এবং নিচের অংশ রূপালি। মাথা ছোট তবে মুখ বেশ বড়। মুখে এক জোড়া গোঁফ আছে। দেহের আঁইশগুলো খুব সুষ্পষ্ট ভাবে সাজানো। লেজ সমান দু’ভাগে বিভক্ত। এ মাছ বেশ সুস্বাদু ও বাজার মূল্যও বেশী। পুকুরে এবং ধান ক্ষেতে একক ও মিশ্র পদ্ধতিতে এ মাছ চাষ করা যায়।
 
আবাসস্থল
বাটা বাংলাদেশের সর্বত্র নদী-নালা, খাল-বিল, পুকুর-দীঘি, হাওর, ধানক্ষেত, বর্ষায় প্লাবিত ভূমিতে পাওয়া যায়।
 
খাদ্য ও খাদ্যাভ্যাস
বাটা মাছ পেরিফাইটন, ড্রেট্রিটাস, পোকা-মাকড়ের লার্ভি, প্রোটোজোয়া, শেওলা ইত্যাদি খেয়ে থাকে।
 
পরিপক্কতা ও প্রজনন
বর্ষাকালে বাটা মাছ প্রজনন করে। বদ্ধ পানিতে এ মাছ ডিম দেয় না। এক বছরের মধ্যেই প্রজননক্ষম হয় এবং প্রণোদিত প্রজননের মাধ্যমে এ মাছের পোনা উৎপাদন করা যায়।
 
তথ্যসূত্র: DoF, Bangladesh

Answer for বাটা মাছের বৈজ্ঞানিক নাম কি? এর খাদ্যাভ্যাস ও প্রজনন বিষয়ে জানতে আগ্রহী