বাংলাদেশের কোথাও কুটিপানা বা ডাকউইড ক্রয়-বিক্রয় হয়ে থাকে বলে আমার জানা নেই। তবে আপনি নিজেই কুটিপানা চাষ করতে পারেন বা কাউকে দিয়ে চাষ করিয়ে নিতে পারেন। এবিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি উপস্থাপনা নিচের ভিডিওতে পারেন। প্রত্যাশা করি আপনার কাজে আসবে- https://www.youtube.com/watch?v=LqlertUNfvI
Answer for মাছের খাদ্য হিসাবে কুটিপানা বা ডাকউইড কোথায় কিনতে পাওয়া যায়?