ঠান্ডা এবং পরিষ্কার আবহাওয়ায় মাছ ধরা উচিত। বিশেষ করে নিকটবর্তি বাজারে পাঠানোর ক্ষেত্রে ভোরে এবং দূরবর্তি বাজারের জন্য মাঝ রাতে মাছ আহরণের ব্যবস্থা করতে হবে। বাজারের উপযুক্ত সময়ের বেশ পূর্বে মাছ ধরে রাখা উচিত নয়।
তথ্যসূত্র: DoF
Answer for মাছ আহরণের সঠিক সময় কোনটি?