মৎস্য অভয়াশ্রমের লক্ষ্য ও উদ্দেশ্য
- মৎস্য অভয়াশ্রম স্থাপন বা ঘোষণার মূল লক্ষ্য হচ্ছে, মাছের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা;
- মাছের অবাধ প্রজনন নিশ্চিত করা ও বিচরণ ক্ষেত্র সংরক্ষণ ও সম্প্রসারণ করা;
- নিরাপদ আশ্রয় সৃষ্টির মাধ্যমে বিলুপ্তপ্রায় বা বিপন্ন প্রজাতির মাছ সংরক্ষণ করা;
- মাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রাকৃতিক খাদ্য নিশ্চিত করা;
- প্রাকৃতিক মৎস্য মজুদ ও সম্পদের বৃদ্ধি ঘটানো;
- মাছের প্রজাতিগত ও বংশগত বৈচিত্র্য সংরক্ষণ করা;
- মাছের আবাসস্থল উন্নয়ন ও সংরক্ষণ করা।
তথ্যসূত্র: DoF, Bangaldesh
Answer for মৎস্য অভয়াশ্রমের লক্ষ্য ও উদ্দেশ্য কি?