শিং, মাগুর, কই ইত্যাদি মাছ জল ছাড়া অনেকক্ষণ বাঁচে কারণ এজাতীয় মাছের যেমন পানি থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য ফুলকার রয়েছে তেমনই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য বিভিন্ন ধরণের বায়ুশ্বাসী অঙ্গ থাকে। যেমন শিং মাছে বায়ু থলি (Tubular air sac), মাগুর মাছে আরবোরিসেন্ট অঙ্গ (Arborescent organ), কই মাছে ল্যাবিরিন্থিন অঙ্গ (Labyrinthine organ) দেখতে পাওয়া যায় যে অঙ্গ বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে।
এছাড়াও ইল জাতীয় মাছ Anguilla anguilla এর ত্বক বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। এই অঙ্গ যেহেতু বাতাস থেকে অক্সিজেন গ্রহণে সক্ষম তাই একে বায়ুশ্বাসী অঙ্গও (Air breathing organ) বলা হয়। যেসব মাছে বায়ুশ্বাসী অঙ্গ তথা অতিরিক্ত শ্বসন অঙ্গ ধারণ করে তাকে বায়ুশ্বাসী মাছ (Air breathing fish) বলা হয়।
Answer for শিং, মাগুর, কই ইত্যাদি মাছ জল ছাড়া অনেকক্ষণ বাঁচে কিভাবে?