বর্ষায় বা বন্যায় পুকুরের পড় ডুবে যেয়ে মাছচাষ ঝুঁকিতে পরতে পারে। তাই নিম্নলিখিত ব্যবস্থাপনা পূর্ব থেকেই নেয়া প্রয়োজন। যথা-
- দেখা দিতে পারেপুকুরের পাড় শক্ত করে বেঁধে দেয়া এবং পাড়ে গাছ লাগানো।
- মাছ চাষের বিভিন্ন উপকরণ যেমন- খাদ্য, সার, ওষুধ ইত্যাদি নিরাপদ স্থানে মজুদ রাখা।
- বন্যা পূর্বাভাসের সাথে সাথে সম্ভব হলে নিরাপদ স্থানে মাছ সরিয়ে ফেলা।
- চাষকৃত পুকুরের পাড় বন্যার পানি আসার আগেই উঁচু করতে হবে বা বাঁশের তৈরি বানা কিংবা নাইলনের জালের ঘের দেয়ার ব্যবস্থা রাখতে হবে।
- বন্যার সময়ে পুকুরে গাছের ডালপালা ফেলে রাখতে হবে যাতে মাছ নিরাপদ অনুভব করে এবং আশ্রয় নিতে পারে।
- বন্যায় পুকুরের পাড় ডুবে গেলে বন্যার পর মাছ ছাড়ার পূর্বে ঘন ফাঁসের জাল টেনে রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ তুলে ফেলতে হবে।
- বন্যা/জলোচ্ছ্বাস কবলিত এলাকার পুকুরে পানি সরিয়ে সেখানে নতুনভাবে পানি দিতে হবে।
- বন্যার আশঙ্কাপূর্ণ পুকুরে প্রতিরোধমূলক ব্যবস্থা করার সুযোগ না থাকলে সময় থাকতেই মাছ বিক্রির ব্যবস্থা নিতে হবে।
তথ্যসূত্র:
- কৃষি তথ্য সার্ভিস (এআইএস)
Answer for সামনে বর্ষা। আমার পুকুরের মাছের জন্যে কি কি ব্যবস্থাপনা নিতে হবে?