হাইড্রার ত্বকের উভয় স্তরেই গ্রন্থি কোষ পাওয়া যায়। তবে বহি:ত্বকের গ্রন্থি কোষ মুখছিদ্রের চারপাশ ও পদতলে পাওয়া যায়। অন্যদিকে অন্ত:ত্বকের গ্রন্থি কোষ  মূল দেহ ও হাইপোস্টোম এ বেশী পাওয়া যায়, তবে কম পরিমাণে হলেও পদতলের বহি:ত্বকেও এদের উপস্থিতি রয়েছে।
নিচের লেখা দুটি আপনার কাজে আসবে বলে মনে করি-

Answer for হাইড্রার ত্বকের কোন স্তরে গ্রান্থি কোষ পাওয়া যায়? অন্ত:ত্বকে না বহি:ত্বকে?