রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অগ্রিম ঔষধ খাওয়ানোর প্রয়োজন আছে বলে মনে হয়না। একুয়ারিয়ামের পানির গুণগতমান বজায় রাখতে পারলে এরা সাধারণত রোগে আক্রান্ত হয়না। এরা যেহেতু উষ্ণ জলের মাছ তাই শীতকালে পানির তাপমাত্রা ২৭-৩২ ডিগ্রি. সে. রাখা আবশ্যক।
তবে আপনি যদি এবিষয়ে অধিক আগ্রহী হয়ে থাকেন তবে একজন মৎস্য/প্রাণি ফার্মাকোলজিস্ট বা পশু চিকিৎসকের সাথে পরামর্শ করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

Answer for Flowerhorn cichlid মাছের জন্য কি কি খাবার উপকারি? এই মাছের রোগ প্রতিরোধ বৃদ্ধির জন্য কি ঔষধ খাওয়ানো যাবে?