আপনার আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সহজেই ১০% ফরমালিন (ফরমালিন হচ্ছে ফরমালডিহাইডের ৪০% দ্রবণ) দ্রবণে মাছ এবং এজাতীয় অন্যান্য প্রাণী কাঁচ বা প্লাস্টিকের জারে সংরক্ষণ করতে পারেন। মাছ সংরক্ষণের জন্য ১০% ফরমালিন দ্রবণ তৈরিতে ৯০০ মিলি বিশুদ্ধ পানি এবং ১০০ মিলি ফরমালিন মেশাতে হবে।

বাংলাদেশের বড় বড় জেলা/সিটি/বিভাগীয় শহরে বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিক্রয়ের দোকানে কাঁচের জার ও ফরমালিন পাওয়া যায়। তবে আপনাকে ফরমালিন ক্রয় করতে হলে পূর্বেই অনুমতি তথা লাইসেন্স নিতে হবেফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ অনুসারে “ফরমালিন বিক্রি ও ব্যবহারের জন্য লাইসেন্স গ্রহন বাধ্যতামূলক এবং তা লঙ্ঘন করলে ২ বছর কারাদণ্ড ও ৪ লাখ টাকা অর্থদণ্ড; লাইসেন্স ছাড়া আমদানি, উৎপাদন বা মজুদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে”। এই আইনে আরও বলা হয়েছে-

  • কোন ব্যক্তি লাইসেন্স ব্যতীত ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রয়, ও ব্যবহার করতে পারবেন না।
  • ফরমালিন আমদানি ও উৎপাদন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকার এবং ফরমালিনের পরিবহন, মজুদ, বিক্রয় ও ব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক লাইসেন্সিং কর্তৃপক্ষ হবে।
  • প্রত্যেক লাইসেন্সি ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, ক্রয়, বিক্রয়, ব্যবহার ও দখলে রাখা সংক্রান্ত হিসাব, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সংরক্ষন করতে হবে এবং তদসংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসে লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে।

বিস্তারিত/পূর্ণাঙ্গ আইন রয়েছে এই পাতায়

Answer for How can I preserve fish specimen?