QuestionsCategory: Aquacultureআমার একটি পুকুর (১২৩ শতাংশ) আছে যাতে আমি শিং-মাগুর মাছের চাষ করতে আগ্রহী, বিস্তারিত নিয়মাবলী জানতে চাই?
Anonymous asked 9 years ago
আমার একটি পুকুর (১২৩ শতাংশ) আছে যাতে আমি শিং-মাগুর মাছের চাষ করতে আগ্রহী, বিস্তারিত নিয়মাবলী জানতে চাই?
2 Answers
Anonymous answered 9 years ago

আপনি নিচের লেখাটি পড়তে পারেন –
http://bn.bdfish.org/2012/09/শিং-মাগুর-মাছের-চাষ/

Answer for আমার একটি পুকুর (১২৩ শতাংশ) আছে যাতে আমি শিং-মাগুর মাছের চাষ করতে আগ্রহী, বিস্তারিত নিয়মাবলী জানতে চাই?
Anonymous answered 9 years ago

শিং মাছের চাষ ব্যবস্থাপনা :
১.০ থেকে ১.৫ মিটার গভীরতা বিশিষ্ট পুকুর এ মাছ চাষের জন্য উপযোগী। সম্ভব হলে পুকুরের পানি শুকিয়ে পাড় মেরামত করে নিতে হবে। পুকুরপ্রতি শতাংশে ১ কেজি চুন, ১০ কেজি গোবর, ১০০ গ্রাম ইউরিয়া ও ১০০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে। পুকুরে প্রতি শতাংশ ৪-৬ সেমি.? দৈর্ঘ্যের সুস্থ-সবল ২০০ থেকে ২৫০টিপোনা মজুদ করা যেতে পারে।
সম্পূরক খাদ্য সরবরাহ : চালের কুঁড়া শতকরা ৪০ ভাগ?তৈলবীজের?খৈল ৩০ ভাগ ও শুঁটকি ৩০ ভাগ একত্রে মিশিয়ে গোলাকারে বল তৈরি করে মাছকে সবররাহ করতে হবে। এছাড়া শামুক-ঝিনুকের গোশতও মাছকে খাওয়ানো যেতে পারে।
খাদ্য প্রয়োগের মাত্রা : মজুদকৃত মাছের মোট ওজনের ৪-৫% হারে?দৈনিক দুইবার খাদ্য প্রদান করতে হয়। যথাযথ পদ্ধতিতে পরিচর্যা করা সম্ভব হলে ৬-৮ মাসে শিং মাছ বাজারজাত করার উপযোগী সাইজে উন্নীত হয়ে থাকে।
সম্ভাব্য আয় : এক চাষ মৌসুমে ব্যবস্থাপনা খরচ বাদে প্রতি শতাংশে ৮০০ থেকে ১০০০ টাকা আয় করা সম্ভব।
মাগুর মাছের চাষ ব্যবস্থাপনা :
১.০ থেকে ১.৫ মিটার গভীরতা বিশিষ্ট পুকুর এ মাছ চাষের জন্য উপযোগী, পুকুরের পানি শুকিয়ে পাড় মেরামত করে নিতে হবে। প্রতি শতাংশে ১ কেজি চুন, ১০ কেজি গোবর, ১০০ গ্রাম ইউরিয়া, ১০০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করে পুকুর প্রস্তুতিপর্ব সম্পন্ন করতে হয়। ৪-৬ সেমি.?দৈর্ঘ্যের সুস্থ-সবল পোনা পুকুরে মজুদ করা উত্তম। শতাংশপ্রতি ২০০ থেকে ২৫০টি পোনা মজুদ করা যেতে পারে। শিং মাছের মতো মাগুর মাছকেও মাছের মোট ওজনের ৪-৫% হারে?দৈনিক দুইবার খাবার সরবরাহ করতে হবে।
সম্পূরক খাদ্য সরবরাহ : মাছের খাবার হিসেবে শিং মাছের অনুরূপ। তৈরি সম্পূরক খাদ্য দৈনিক  দু’বার যথারীতি প্রদান করতে হবে। যথা নিয়মে মাছের পরিচর্যা করা সম্ভব হলে  ৮-১০ মাসেই মাগুর মাছ বাজারজাত করার উপযোগী সাইজে উন্নীত হয়ে থাকে।
সম্ভাব্য আয় : এক চাষ মৌসুমে মাগুর মাছ চাষ করে ব্যবস্থাপনা খরচাদি বাদে শতাংশ প্রতি ১০০ থেকে ১,৫০০ টাকা আয় করা সম্ভব।
তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস

Answer for আমার একটি পুকুর (১২৩ শতাংশ) আছে যাতে আমি শিং-মাগুর মাছের চাষ করতে আগ্রহী, বিস্তারিত নিয়মাবলী জানতে চাই?