QuestionsCategory: Aquacultureকুড়ি শতাংশের পুকুরে কোন মাছের চাষ আমি করতে পারি?
Maniruzzaman asked 9 years ago

আমার ২০ শতাংশের একটি পুকুর আছে। বছরে ৯/১০ মাস পানি থাকে। এই পুকুরে কোন মাছের চাষ আমি করতে পারি?

কুড়ি শতাংশের পুকুরে কোন মাছের চাষ আমি করতে পারি?
1 Answers
Anonymous answered 9 years ago

কুড়ি শতকের পুকুরে আপনি মিশ্রচাষ করতে চাইলে রুই জাতীয় মাছের চাষ করতে পারেন। এরসাথে থাই পুঁটি অথবা তেলাপিয়া দিতে পারেন। মনোকালচার করতে চাইলে মনোসেক্স তেলাপিয়া, GIFT তেলাপিয়া, শিং/মাগুর, থাই/ভিয়েতনাম কই ইত্যাদি মাছের চাষ করতে পারেন।

Answer for কুড়ি শতাংশের পুকুরে কোন মাছের চাষ আমি করতে পারি?