1 Answers
শামুক পুকুরের জন্য ক্ষতিকর নয় তবে অতিরিক্ত শামুক ক্ষতিকর। শামুক মাছের সাথে খাদ্যের প্রতিযোগিতা করে।
পুকুরে অতিরিক্ত শামুকের উপস্থিতি দেখতে পাওয়া গেলে পুকুর প্রস্তুতির সময় পুকুর সংস্কার করে শামুক দমন করা যেতে পারে। হাঁসের খাবার হিসেবে শামুক আহরণ করে বিক্রি করা যেতে পারে। এছাড়াও পুকুরে ব্লাক কার্প মজুদ করেও শামুক দমন করা যায়।
Answer for পুকুরে অতিরিক্ত শামুক হয়েছে, এখন করণীয় কি?