1 Answers
মাছ আহরণের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নিচে উল্লেখিত বিয়ষসমূহ বিবেচনা করা প্রয়োজনঃ
- বাজার দর যাচাই করা;
- ক্রেতা নির্ধারণ করা;
- জেলে ও জাল ঠিক করা;
- পরিবহন ব্যবস্থা ঠিক করা;
- পুকুরে বিদ্যমান জলজ আগাছা ও ডালপালা (যদি থাকে) অপসারণ করা;
- মাছ পরিমাপের জন্য উপযুক্ত পরিমাপক যন্ত্রের ব্যবস্থা করা;
- মাছ জীবন্ত অবস্থায় বাজারজাত করার জন্য কন্টেনার (ড্রাম) ব্যবস্থা করা;
- মাছ আহরণ করে প্রাথমিক ভাবে জীবন্ত সংরক্ষণের জন্য প্রয়োজনীয় নেটের হাপা সংগ্রহ করা;
- মাছ প্যাকিং ও পরিবহনকালীন সংরক্ষণের জন্য পাত্র এবং বরফ সংগ্রহ করা।
তথ্যসূত্র: DoF
Answer for মাছ আহরণের পূর্বে কোন কোন বিয়ষসমূহ বিবেচনায় আনা উচিৎ?