QuestionsCategory: Aquacultureআমার পুকুরের উপরে সবুজের একটি স্তর পড়েছে। এটা কি ক্ষতিকর? এখন কি করবো?
Anonymous asked 9 years ago
আমার পুকুরের উপরে সবুজের একটি স্তর পড়েছে। এটা কি ক্ষতিকর? এখন কি করবো?
1 Answers
Anonymous answered 9 years ago

পুকুরের পানির উপরিতলে সবুজ স্তর ক্ষতিকর। এতে করে পানিতে অক্সিজেন স্বল্পতার কারণে (বিশেষত শেষ রাতের দিকে) পুকুরের সমস্ত মাছ মারা যেতে পারে।
প্রথমত সার প্রয়োগ বন্ধ রাখতে হবে। যে পুকুরে সবুজ স্তর তৈরির প্রবণতা রয়েছে সেই পুকুরে অবশ্যই সিলভার কার্পের মজুদ বৃদ্ধি করা যেতে পারে। পরিশ্রমের হলেও সবুজ স্তর তুলে ফেলাই ভাল।

Answer for আমার পুকুরের উপরে সবুজের একটি স্তর পড়েছে। এটা কি ক্ষতিকর? এখন কি করবো?