বাজারে প্রাপ্ত প্যাকেটজাত খাবারের দাম আমার কাছে বেশি মনে হয়। গুণগত মান নিয়েও আমার সন্দেহ রয়েছে। আমি কিভাবে বাড়িতেই মাছের খাবার বানাতে পারি?
আপনি সহজেই বাড়িতে মাছের খাদ্য তৈরি করতে পারেন। খাদ্য তৈরির উপকরণ হিসেবে সরিষার খৈল, চালের কুড়া, ধান/গমের ভূঁসি, চেওয়া শুটকির গুড়া ও খণিজ লবণ ব্যবহার করতে পারেন। বাইন্ডার হিসেবে আটা বা মোলাসেস/ চিটাগুড় ব্যবহার করা যায়।
পরিমানমত উপকরণ পানিতে ভিজিয়ে রেখে বল আকারের খাদ্য তৈরি করে পুকুরে প্রয়োগ করা যায়।এছাড়া বাড়িতে গুণগতমানসম্পন্ন পিলেট খাদ্য তৈরি করা যায়। এক টন পিলেট তৈরিতে সক্ষম এমন পিলেট মেশিনের দাম ২৫- ৩৫ হাজার টাকার মত। উপরের লিখিত উপকরণ ব্যবহার করে সহজেই পিলেট তৈরি করা যায়।
এই লেখাটি পড়ে দেখতে পারেন –
মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত ও প্রয়োগ পদ্ধতি
বাড়িতেই মাছের খাবার তৈরি ও প্রয়োগ করার বিষয়টি জানতে নিচের লেখাগুলো পড়তে পারেন –
https://answer.bdfish.org/question/আমি-কিভাবে-সম্পূরক-খাদ্য/
https://answer.bdfish.org/question/পিয়ারসন্স-বর্গ-পদ্ধতি-কি/
https://answer.bdfish.org/question/মাছের-খাবারের-কোন-উপাদান/
https://answer.bdfish.org/question/মাছের-খাবারের-উপাদান-নির/
https://answer.bdfish.org/question/পুকুরে-খাদ্য-প্রয়োগ-করার/
https://answer.bdfish.org/question/মাছের-সম্পূরক-খাদ্য-সম্প/