QuestionsCategory: Aquacultureআমি টাঙ্গাইলে একটি কুমিরের ফার্ম করতে আগ্রহী। কিভাবে শুরু করবো?
Anonymous asked 9 years ago
আমি টাঙ্গাইলে একটি কুমিরের ফার্ম করতে আগ্রহী। কিভাবে শুরু করবো?
1 Answers
BdFISH Answer Team Staff answered 2 years ago

আপনার আগ্রহের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সহজেই টাঙ্গাইলে কুমিরের ফার্ম করতে পারবেন। এজন্য আপনাকে বাংলাদেশের বনবিভাগ থেকে অনুমতি নিতে হবে। বাংলাদেশ বনবিভাগ নতুন উদ্যোগক্তাদের জন্য যুগোপযোগী ও সহায়ক নীতিমালা তৈরি করেছে যা নতুন উদ্যোগক্তাদের উৎসাহিত করবে। দেশে কুমির চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। সরকার কুমির চাষিদের নানাভাবে উৎসাহিত করছে। উদ্যোগতারা বনবিভাগ নির্ধারিত শর্ত মেনে আবেদন করলে তা পর্যালোচনার পর অনুমোদন দেওয়া হয়ে থাকে। অন্য ব্যবসার তুলনায় কুমির চাষের ভিন্নতা রয়েছে, এতে পুঁজি বেশি লাগলেও দীর্ঘ মেয়াদে এ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা খুবই কম। আন্তার্জাতিক বাজারে চামড়ার কদর থাকায় প্রতি বছরেই বন বিভাগের অনুমতি নিয়ে খামারিরা চামড়া রপ্তানি করছে। ভবিষ্যতে কুমিরের মাংসও রপ্তানি হবে বলে আশা করা যায়। পূর্বপ্রস্তুতি হিসেবে আপনি বাংলাদেশের কুমির ফার্মগুলো পরিদর্শণ করে বিস্তারিত জেনে নিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে শুরু করতে পারেন।

Answer for আমি টাঙ্গাইলে একটি কুমিরের ফার্ম করতে আগ্রহী। কিভাবে শুরু করবো?