আমি প্রথম বারের মত মাছ চাষ করতে যাচ্ছি। কোন প্রজাতির মাছ চাষ করা আমার জন্য ভাল হবে?
1 Answers
প্রথম বারের মত মাছ চাষ করতে চাইলে রুই জাতীয় মাছের (রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প, কমন কার্প ইত্যঅদি) চাষ করাই ভাল। অভিজ্ঞতা অর্জনের পর অন্যান্য প্রজাতির মাছ যেমন- শিং, মাগুর, তেলাপিয়া, পাঙ্গাস, কই ইত্যাদি চাষের দিকে মনযোগ দেয়া যেতে পারে।
Answer for আমি প্রথম বারের মত মাছ চাষ করতে যাচ্ছি। কোন প্রজাতির মাছ চাষ করা আমার জন্য ভাল হবে?