ল্যাবরেটরিতে কাঁচের জার /বয়ামে কোন ধরনের রাসায়নিক তরল পদার্থ দিয়ে দীর্ঘ দিনের জন্য ছোটমাছ, ব্যাঙ, ঝিঁ ঝিঁ পোকা কিভাবে সংরক্ষণ করা হয়। একজন আমাকে বলেছেন ফরমালডিহাইড ২৫০ গ্রাম ১৫ লিটার পানিতে মিশিয়ে তারপর ঐ মিশ্রিত পানি এক একটি জার ‘রের ভিতর ভরে মাছ রাখা যায়। অন্য একজন বলেছেন ব্যক্তি উদ্যোগে রাখা যাবে না। এভাবে ফরমালিন ক্রয় -বিক্রয় অবৈধ। অসাধু ব্যবসায়ীদের হাতে পড়লে খাদ্যদ্রব্যে ব্যবহার করতে পারে, তাই। যেকোন প্রতিষ্ঠানের অনুমতিপত্র লাগবে। অর্থাৎ শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। কথাটি কি সঠিক -না – ভুল জানাবেন? যদি ভুল হয় তাহলে কোন তরল পদার্থ এবং পরিমাণ কতটুুকু, কেমন করে সংরক্ষণ পদ্ধতি দয়া করে জানাবেন। আমার ব্যক্তিগত ইচ্ছা শখ করে বিলুপ্তপ্রায় সামান্য ছোট মাছ জারে সংরক্ষণ করে ঘরে রাখবো।বড় জারে ছোট মাছ একাধিক রাখলে কোন অসুবিধা হবে কি? ঢাকায় কোন জায়গায় / মার্কেটে যে পদার্থ দিয়ে জারে মাছ সংরক্ষণ করা হয় ও কাঁচের জার উন্নত মানের পাওয়া যায় জানতে চাই। বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনা করে উওর জানালে কৃতজ্ঞ থাকবো।
কিভাবে মাছের নমুনা সংরক্ষণ করা যায়?